স্মাট ফোনের ব্যাটারী কিভাবে ভাল রাখবেন ?
আসসালামু আলাইকুম। সবাই ভালো আছেন। আজকে আমরা স্মাট ফোনের ব্যাটারীর দীর্ঘায়ু নিয়ে কিছু আলোচনা করবো যা আমাদের সবারই কাজে লাগবে বলে মনে করি।
আমরা জানি ফোনের ব্যাটারীই হচ্ছে একটি ফোনের প্রাণ। ফোনের ব্যাটারী যদি সঠিকভাবে চার্জ না হয় তাহলে খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়। ব্যাটারীর আয়ু অনেকাংশে নির্ভর করে ফোন ব্যবহারের উপর। তাহলে আর দেরি না করে চলুন জেনে নেই স্মার্টফোনের ব্যাটারি ভালো রাখার উপায় গুলো সম্পর্কে-
১। ফোনে চার্জ দেবার আগে আমাদের অব্যশই খেয়াল রাখতে হবে ফোনের মডেল অনুযায়ী চার্জার দিয়ে ফোনে চার্জ দেওয়া হচ্ছে কি। কারণ অন্য মডেলের চার্জার ব্যবহার করলে ফোনের চার্জ সঠিক ভাবে হয় না বিধায় ব্যাটারী দীর্ঘস্থায়ী হয় না।
২। অনেকেরই অভ্যাস ফোন রাতের বেলা চার্জ দিয়ে ঘুমিয়ে পড়া। এতে ফোনটি সারারাত ধরে চার্জ হয় এবং কোন কোন সময় অতিরিক্ত চার্জ হয়। তাই আমাদের উচিত সঠিক মাত্রায় চার্জ প্রদান করা এবং ব্যাটারী দীর্ঘ মেয়াদী রাখতে সহায়তা করা।
৩। কম দামের চার্জার ব্যবহার না করা। আমরা অনেকেই আছি মোবাইলের নিজস্ব মডেলের চার্জার ব্যবহার না করে কম দামের চার্জার ব্যবহার করে থাকি। ফলে ব্যাটারীর দীর্ঘায়ু না হবার পিছনে ইহা একটি অন্যতম কারণ।
৪। ভোল্টেজ উঠা-নামা, শর্ট সার্কিট, অতিরিক্ত চার্জ ঠৈকাতে সক্ষম আমরা এমন পাওয়ার ব্যাংক ব্যবহার করতে পারি। পাওয়ার ব্যাংকের সংগে লাগানো অবস্থায় আমাদের স্মাট ফোন ব্যবহার না করাই উচিত। এর ফলে স্মাট ফোন বেশি গরম হয় এবং ব্যাটারীর ক্ষতি হয়।
৫। আমাদের সব সময় খেয়াল রাখতে হবে ব্যাটারীর চার্জ ৮০ শতাংশ রাখলেই চলবে। সব সময় চার্জ পূর্ণ রাখতে হবে এমন কোন কথা নেই।
৬। স্মাট ফোনের চার্জ একেবারে শূন্য না করা উচিত। কারণ এতে ব্যাটারীর আয়ু কমতে থাকে।
৭। স্মাট ফোনের ব্যাটারী নস্ট হয়ে গেলে আমাদের খেয়াল রাখতে হবে সঠিক কোম্পানীর ব্যাটারী ক্রয় করা। অন্য কোম্পানীর কম দামের ব্যাটারী ব্যবহার করলে ব্যাটারী দ্রুত নষ্ট হয়ে যাবে।
৮। আমাদের ব্লু টুথ,ওয়াইফাই বন্ধ করে রাখতে হবে। এতে করে প্রসেসরে শক্তি খরচ বেশী হয় তাই উচিত এগুলো পরিহার করে চলা। কারণ চার্জ বেশি খায়। তাই ব্যাটারীর আয়ু বাড়াতে আমাদের এগুলো পরিহার করা উচিত।
৯। মোবাইল চার্জে দিয়ে ব্যবহার না করায় ভালো। অনেকেই মোবাইল চার্জে দিয়ে গেম খেলেন, কথা বলেন তাহলে আপনার ব্যাটারীর আয়ু কমতে থাকবে। তাই আমাদের উচিত এগুলো পরিহার করে চলা।
১০। মোবাইল সপ্তাহে অন্তত একবার হলেও পুরো ব্যাটারীর চার্জ শেষ করে তারপর চার্জে লাগাবেন। এতে ব্যাটারী ভালো থাকবে।
এই ছিলো আমাদের স্মাট ফোনের ব্যাটারী ভালো রাখার টিপসগুলো। ধন্যবাদ।